Thursday, September 18, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবিনোদনআইনি গেরোয় শাহরুখ, অজয়, টাইগার!

আইনি গেরোয় শাহরুখ, অজয়, টাইগার!

বলিউড বাদশা শাহরুখ খান থেকে শুরু করে অজয় দেবগন,টাইগার শ্রফ(SRK, Ajay Devgn, Tiger Shroff) আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন। বিভ্রান্তিকর পান মশালার বিজ্ঞাপনের(pan masala ad)জন্যই একদিন বলিউড স্টারকে জয়পুর আদালত আইনি নোটিশ(Legal Notice) পাঠিয়েছে। আগামী ১৯ মার্চ তাদের আইনি নোটিশে হাজিরা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, জয়পুরের জেলা কনজিউমার ডিসপুট রেড্রেসাল ফোরামের তরফে আইনি নোটিশে বলা হয়েছে যে একটি পানমশালার ব্রান্ডের বিজ্ঞাপনে যেখানে এই তিন বলিউড অভিনেতা অভিনয় করেছেন সেখানে দাবী করা হয়েছে পণ্যের প্রতিটি দানায় কেশর রয়েছে। এই দাবিকে ‘অত্যন্ত বিভ্রান্তিকর’ বলে আইনি নোটিশে অভিহিত করা হয়েছে। বিজ্ঞাপনের এই দাবির ব্যাখ্যা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট কোম্পানির চেয়ারম্যান এবং এই তিন বলিউড অভিনেতার কাছে।
সমাজকর্মী এবং বিজেপি নেতা ইন্দ্রমোহন সিং হানি অ্যাডভোকেট বিবেক নন্দওয়ানার মাধ্যমে এই অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য ভোক্তা সুরক্ষা আইনের ৮৯ ধারা অধীনে মামলাটির দায়ের করা হয়েছে।
এক অভিযোগে বলা হয়েছে বাস্তবে কিশোরের দাম এবং পান মশলার দামে আকাশ-পাতাল তফাৎ। ১ কেজি কেশরের দাম ৪ লাখ টাকা সেখানে এই পাঁচ মাসের প্যাকেটের দাম মাত্র পাঁচ টাকা ফলে প্রতিটি ডানায় আসল কেশর থাকা কার্যত সম্পূর্ণ অসম্ভব। এমনকি তার গন্ধ থাকাও সম্ভব নয়। এছাড়া অভিযোগে পান মশালা ও গুডকার ক্ষতিকর দিক ও তুলে ধরা হয়েছে। বিজ্ঞাপন দাতা সংস্থা এর ক্ষতিকর দিক জেনেও নায়কদের দিয়ে এই বিজ্ঞাপনের প্রচার করে বিক্রি বাড়িয়েছে। তাই গ্রাহকদের বিভ্রান্ত করা থেকে বিরত হয়ে এই ধরনের বিজ্ঞাপন বন্ধ করার আর্জি জানিয়েছে অভিযোগকারী। তামাকের সঙ্গে সম্পর্কিত এবং স্বাস্থ্যগত উদ্বেগের সঙ্গে সম্পর্কিত পণ্যগুলি। বিগত কয়েক বছর ধরে বলিউডের সেলিব্রেটিরা গুটকা,পান মশাল এবং এই ধরনের পণ্যের প্রচারের জন্য খবরে শিরোনামে উঠে এসেছেন। বিজ্ঞাপনদাতা কোম্পানির চেয়ারম্যান এবং শাহরুখ খান, অজয় দেবগন, টাইগার শ্রফের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এর আগেও এই বিজ্ঞাপন নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। সেই কারণেই এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছেন আর এক বলিউড স্টার অক্ষয় কুমার।

Read More

Latest News